Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চাঁদা না দেওয়ায়’ শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত


৬ ডিসেম্বর ২০১৯ ২২:৩৭

ঢাকা: রাজধানী ঢাকার মীর হাজীরবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৫১ নম্বর ওয়ার্ডের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক লিটন আমেদ (৩৫) জখম হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মীর হাজিরবাগ এলাকার যুক্তিবাদী গলিতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো. ইমরান শেখ জানান, লিটনের লোহার ব্যবসা রয়েছে। আনুমানিক ১৫ দিন আগে স্থানীয় দুর্বৃত্ত শান্ত, শওকত, মনিরসহ বেশ কয়েকজন লিটনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে লিটন চাঁদা দিতে অস্বীকৃতি জানান।

তিনি আরও জানান, ওয়ার্ড শ্রমিকলীগের নেতারা আজ সন্ধ্যায় সংগঠনিক কাজে ওয়ারী এলাকায় যাচ্ছিলেন। সে সময় এই হামলার ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছুরিকাঘাত শ্রমিকলীগ