Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ


৬ ডিসেম্বর ২০১৯ ২১:২৬

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার সাহেবের চর গ্রামে অভিযান চালিয়ে ১ লাখ ৩ হাজার ৪‘শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব। এছাড়া আটক একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বরিশাল র‌্যাব-৮ সদর দফতর।

র‌্যাব জানায়, নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরে ইলিশের বিস্তার রোধ করে চলেছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে মুলাদী থানাধীন সাহেবের চর গ্রামে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ওই গ্রামের মো. রুস্তম খানের ছেলে মো. জুয়েল খানকে (২৬) আটক করলে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ি থেকে
১ লাখ ৩ হাজার ৪‘শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার শাহদাৎ হোসেন আটক জুয়েলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলেন।

কারেন্ট জাল বরিশাল র‍্যাব

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর