Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হা‌সিনা দেশের হাল ধরার পরই দেশ এগিয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী


৬ ডিসেম্বর ২০১৯ ২০:০২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৯ ২০:০৪

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হা‌সিনা দেশের হাল ধরার পরই দেশ এগিয়েছে। শেখ হা‌সিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে।’

শুক্রবার (৬ ডি‌সেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় মজুমদার গ্রুপের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কাজ চলছে। বাংলাদেশ এখন যে ইতিবাচক দিক ও ধারায় ফিরে এসেছে, তার রূপকারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তির অগ্রদূত। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার কন্যা শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন।’

‘দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশের জন্য একের পর এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ এবং দেশকে গড়ার কাজ করছিলেন, কিন্তু তিনি বেশি দূর এগিয়ে যেতে পারেননি। তাকে ঘাতকরা হত্যা করে দেশকে পিছিয়ে দেয়। পরবর্তীতে তারই কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরেন। যেমন বাবা, তেমন মেয়ে। বঙ্গবন্ধুর সব স্বপ্ন পূরণ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা আরও ওপরে উঠতে পারতাম। এখন আমরা পাকিস্তানের চেয়ে অনেক ওপরে। দেশের সর্বক্ষেত্রে আমাদের অর্জন গর্ব করার মতো’, যোগ করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

শিল্প কারখানার মালিকদের উদ্দেশে বস্ত্রমন্ত্রী বলেন, ‘শ্রমিক ছাড়া কারখানা চলে না। আপনারা শ্রমিকদের নিজের সন্তানের মতো ভালোবাসবেন। আপনাদের কারখানার উন্নতি হবে। ওদের শ্রমের বিনিময়ে আপনারা শিল্পপতি হচ্ছেন। অনেক কারখানার মালিক শ্রমিকদের বেতন দেয় না। কারখানা মালিকদের কাছে অনুরোধ থাকবে আপনারা শ্রমিকদের বেতন ঠিক মতো পরিশোধ করবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা ইকোনোমিক জোন করেছে। সেই ইকোনোমিক জোনে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে। বঙ্গবন্ধু উন্নত সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশের হাল ধরেছেন তার কন্যা শেখ হাসিনা।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মজুমদার গ্রুপের চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, মজুমদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা রমজান হোসেন সাউদ, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর