মাছ ধরার নৌকাসহ মিয়ানমারে ১৭ বাংলাদেশি আটক
৬ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৭ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৯ ২১:৪৫
ঢাকা: ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের সমুদ্রসীমানায় ঢুকে পড়া মাছ ধরার নৌকাসহ বাংলাদেশি ১৭ জেলেকে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী। আটকদের ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম জানান, গত রাতে সেন্টমার্টিনে মাছ ধরতে গিয়ে জেলেদের নৌকাটি বিকল হয়ে যায়। ঢেউয়ের কারণে বিকল নৌকাটি মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়ে। পরে মিয়ানমারের নৌবাহিনী নৌকাসহ ১৭ জেলেকে আটক করে।
কোস্টগার্ড কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, এরইমধ্যে মিয়ানমারের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।