দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিএনপি: কাদের
৬ ডিসেম্বর ২০১৯ ১৫:১১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৯ ১৫:১২
দ্রব্যমূল্য বৃদ্ধিতেও বিএনপির হাত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম যেভাবে দিন দিন বেড়ে চলছে এর পেছনে তাদেরও (বিএনপি) একটা কারসাজি আছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে তারা উসকানি দিবে। এটা আমার তদন্ত করছি। এখানে তারা নীরব আছে তা নয়। তারা প্রত্যেকটা ঘটনায় উসকানি দিচ্ছে, মদদ দিচ্ছে, ইন্ধন যোগাচ্ছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে দফতর উপকমিটি সভা শেষ সাংবাদিকদের এসব কথা বলেন কাদের।
খালেদা জিয়া প্রসঙ্গে কাদের বলেন, খালেদা জিয়ার মামলা রাজনৈতিক মামলা নয় যে রাজনৈতিকভাবে সরকার তাকে মুক্তি দিতে পারে। এটা হলো দুর্নীতির মামলা, দুর্নীতির মামলায় সরকারের কোনো করণীয় নেই। এটা আদালতে বিষয়। তারা বিষয়টি জেনে শুনেই বলছে। আমি মনে করি আদালতের ভেতরে, আদালত কক্ষে তারা যে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, হট্টগোল করেছে, সেটা ক্ষমার অযোগ্য।
অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটা কথা বারবার বলতে কেমন লাগে। তাদের দগদগে ব্যর্থতা, আন্দোলনে-নির্বাচনে। এই ব্যর্থতার কোনো সীমা-পরিসীমা নেই। তারা রাজনীতিতেও ব্যর্থ, সাংগঠনিকভাবেও ব্যর্থ। দল একটা চলছে; দলের নেতৃত্বের নির্দেশনা আসে টেমস নদীর ওপার থেকে। বাংলাদেশ বাস্তবতার সঙ্গে তাদের নেতৃত্বের নির্দেশের কোনো মিল নেই।
সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এই মূহুর্তে খুব শক্তিশালী, সুসংগঠিত ও স্মার্ট বলেও মন্তব্য করেন কাদের।
দফতর উপ কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।