Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত পেরিয়ে এসে দুই জেলেকে তুলে নিয়ে গেল বিএসএফ


৫ ডিসেম্বর ২০১৯ ২৩:১৮ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ২৩:২০

রাজশাহী: সীমান্ত পেরিয়ে এসে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে আব্দুর রহিম (৫৫) ও ওমর আলী (৩২) নামে দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার টিকলীচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তুলে নিয়ে যায়। মাটিকাটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য নয়ন আলী সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপজেলার ফরহাদপুর নির্মূলচর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরে ফেরার সময় বিএসএফ সদস্যরা দুই জনকে তুলে নিয়ে যায়। বাকিরা পালিয়ে আসে।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, স্থানীয়রা জানিয়েছেন— বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে। এসময় কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন-

নো-ম্যানস ল্যান্ডে বিএসএফ’র চৌকি স্থাপন নিয়ে উত্তেজনা

টপ নিউজ বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর