Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধেশ্বরীতে উদ্ধার হওয়া তরুণীকে ধর্ষণের আলামত মিলেছে


৫ ডিসেম্বর ২০১৯ ২১:১০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ২২:৫৯

ঢাকা: রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে উদ্ধার হওয়া তরুণীকে ধর্ষণের আলামত পেয়েছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মৃতদেহের ময়নাতদন্ত করেন।

এদিকে পরিবার সদস্যরা হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করেছে। নিহতের নাম রুবাইয়াত শারমিন রুম্পা (২১)। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। রুম্পার বাড়ী ময়মনসিংহ জেলায়। লেখাপড়ার সুবাদে তিনি শান্তিবাগে থাকতেন।

বিজ্ঞাপন

নিহতের বাবার নাম রোকন উদ্দিন। তিনি একজন পুলিশ কর্মকর্তা- জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ওই তরুণীর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ থেকে হাই ভেজাইনাল সোয়াব, ভিসেরা, রক্ত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

‘তবে বহুতল ভবন থেকে পড়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে’ বলে উল্লেখ করেন সোহেল মাহমুদ।

টপ নিউজ ঢাকা মেডিকেল ঢামেক তরুণীর লাশ মৃতদেহ শনাক্ত শান্তিবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর