Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যায় বাবুর মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল


৫ ডিসেম্বর ২০১৯ ২০:৩১

ঢাকা: নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার শিশু ইমন হত্যা মামলায় মোহাম্মদ আলী ওরফে বাবুকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) গ্রহণ করে আদালত এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, সহকারি অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস ও সৈয়দা শবনম মুশতারী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বুলবুল রাবেয়া বানু।

পরে আইনজীবী বশির আহমেদ জানান, ২০০৭ সালের ১২ ডিসেম্বর দেওভোগ এলাকার ইসমাইল হোসেনের আট বছরের ছেলে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পর দিন বিকেলে মুসলিম নগর কসাই বাড়ির মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমনের মা খাদিজা বেগম বাদী হয়ে মামলা করেন।

ওই মামলার বিচার শেষে ২০১৪ সালের ১২ নভেম্বর নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত দায়রা জজ মিয়াজী সহিদুল আলম চৌধুরী তাকে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানো হয়।

আসামি বাবু বর্তমানে পলাতক রয়েছে।

নারায়ণগঞ্জ শিশু ইমন হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর