Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার রাজনীতি করে: জি এম কাদের


৫ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৬

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেই হারে গরীব মানুষের সংখ্যা কমছে না। বরং গরীব মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে, তাই বাড়ছে সমাজে বৈষম্য। এটা সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় হকার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন। জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের পরিচালনায় এই সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, ‘বৈষম্য আছে বলেই সমাজে খুব বেশি গরীব আর বেশী ধনী মানুষের সংখ্যা বাড়ছে। এটা কোনো সুষ্ঠু সমাজের লক্ষণ নয়, আমরা চাই সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে থাক। আজ যারা গরীব তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসে। তাদের সন্তানরা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে। জাতীয় পার্টি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার রাজনীতি করে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টি হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের রাজনীতি করে। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সারা জীবন হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন। দরিদ্র ও শ্রমিক শ্রেণির ঐক্যই জাতীয় পার্টির মূল শক্তি।’

গরীব জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর