ডিইপিজেডের আগুন নিভেছে, এখনও জ্বলছে টঙ্গীর কারখানা
৫ ডিসেম্বর ২০১৯ ১৭:৫২ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৮:১২
ঢাকা: আশুলিয়ার ডি-ইপিজেডের শাশা পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। তবে টঙ্গীর চেরাগ আলী এলাকায় আনাম টেক্সটাইল মিল এখনও জ্বলছে। টেক্সটাইল মিলের আগুন নেভাতে কাজ করছে ১১টি ইউনিট।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেলে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের উপ-পরিচালক ফকর উদ্দিন আহমেদ।
সারাবাংলাকে তিনি বলেন, ডিইপিজেডের শাশা ইন্ড্রাস্ট্রি লিমিটেডে বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গীর টেক্সাইল মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি।