Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে চিকিৎসা ক্যাম্প


৫ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৯

ঢাকা: ময়মনসিংহ এর ত্রিশালে যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

কোনাবাখাইল (পেচপাড়া) উম্মে কুলসুম রওশন জাহান হাফিজিয়া মাদরাসায় এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চক্ষু, গাইনি, দন্ত, ডায়াবেটিস রোগীরা চিকিৎসা নিয়েছেন। এই আয়োজনে প্রায় ৫ হাজার রোগীর চিকিৎসাসহ তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। এছাড়া ৪১০ জন রোগী চোখের অপারেশন জন্য তালিকাভুক্ত হয়েছেন।

প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম। আরও ছিলেন, যমুনা ব্যাংকের গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ, নির্বাহী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চিকিৎসাসেবা ময়মনসিংহ যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর