অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাবুল চিশতির শ্যালক গ্রেফতার
৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৩ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৬
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির মূলহোতা ও ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির (বাবুল চিশতি) শ্যালক মোস্তফা কামালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়সাল শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, মোস্তফা কামালের বিরুদ্ধে ৮৪ লাখ ৭২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৫২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক মামলা করেছে আগেই। আর বাবুল চিশতির অবৈধ সম্পদের বেশির ভাগই শ্যালক মোস্তফা কামালের নামে।