Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কান ঝালাপালা করা ‘বসন্ত বাউরী’


৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৯

আকারে চড়ুই পাখির মতো। তবে উচ্চস্বরের ডাকাডাকি শুনলে বিরাটাকারের পাখি মনে হয়। অনেক দূর থেকে শোনা যায় এর আওয়াজ। পাখিটির নাম বড় বসন্ত বাউরি বা ধনিয়া পাখি ইংরেজিতে Blue-throated Barbet. মেগালাইমিডি (Megalaimidae) পরিবারের অন্তর্গত ফলাহারী পাখিটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এক বিশেষ প্রজাতি।

পাখিটি দেখতে ভারি সুন্দর। গলা ও বুকের ওপরের দিক দৃষ্টি-আকর্ষী গাঢ় আসমানী নীল। শরীরের বাকি অংশ কলাপাতা-সবুজ। লাল মাথার ওপরে চূড়া বরাবর হলুদ ও কালো পরপর দুটি পট্টি। বুকের দুপাশে একটি করে সিঁদুরে লাল ছোপ। ভ্রু নীলাভ যার ওপরে কালো ডোরা, যেটি মাথার কালো পট্টির সঙ্গে যুক্ত হয়েছে। ভারি ঠোঁট, ঠোঁটের সামনের অর্ধেক কালো, বাকি অংশ হয় নীলাভ না হয় নীলের ওপরে হলুদের আভাযুক্ত। পা ধূসর বা পাটকিলে বর্ণের। চোখের তারা লালচে। চোখের চারিদিকে লাল পট্টিবিশিষ্ট চামড়া দেখা যায়। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম, কেবল কমবয়েসীগুলোর চেহারায় বয়স্কদের লাল-নীলের চাকচিক্য থাকে না। দৈর্ঘ্যে কমবেশি ২৫ সেন্টিমিটারের মতো।

বিজ্ঞাপন

রাজধানীর রমনা পার্কের বকুলতলার একটি গাছ থেকে ছবিটি তুলেছেন সারাবাংলার স্পেশাল করেসপন্ডেন্ট আজমল হক হেলাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর