Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে পীরের ছেলেকে গলাকেটে হত্যা


৫ ডিসেম্বর ২০১৯ ১৪:২৪

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার একটি বাড়ি থেকে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম সজল দেওয়ান (২৮)। তিনি ওই উপজেলার মালিপুর গ্রামের প্রয়াত পীর আমীর দেওয়ানের ছেলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মালিপুর গ্রামে নিজের ঘর থেকে সজলের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ওই বাড়ির আলাদা একটি ঘরে একা বসবাস করতেন সজল। সকালে তার বোন সফি বেগম ভাইয়ের ঘরের সামনে গেলে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতেই কেউ সজলের গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে তাকে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, মালিপুর গ্রামে আল কাদেরীয়া দরবার শরীফ নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। নিহতের বাবা আমীর দেওয়ান ছিলেন ওই দরবার শরীফের পীর। তার মৃত্যুর পর চাচা আনোয়ার দেওয়ান দরবারের পীরের দায়িত্ব পান। দরবার শরীফ নিয়ে চাচার সঙ্গে সজলের প্রকাশ্যে বিরোধ ছিল।

তবে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

গলা কাটা মরদেহ পীরের ছেলেকে গলা কেটে হত্যা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর