Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগার থেকে তিনটি টুপি এনেছিল জঙ্গিরা: ডিএমপি


৫ ডিসেম্বর ২০১৯ ১৩:১৪

ঢাকা: হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায়ের দিন কারাগার থেকেই আসামি জঙ্গিরা মোট তিনটি টুপি নিয়ে আসে বলে জানিয়েছেন এই ঘটনায় ডিএমপির গঠিত তদন্ত কমিটির এক কর্মকর্তা। তিনি জানান, তিনটি টুপির মধ্যে দুইটি ছিল কালো, অন্যটি সাদা। তারই দুটি রায় ঘোষণা শেষে আদালত থেকে বের হওয়ার সময় দুই জঙ্গির মাথায় দেখা গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ডিএমপিতে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, কারাগার থেকে বের হওয়ার সময় তল্লাশি করা হয়েছে তবে তাদের কাছে যে টুপি ছিল তা রেখে দেওয়া হয়নি। বরং নির্বিঘ্নে তাদের টুপি নিয়ে আসতে দেওয়া হয়েছে। মোট তিনটি টুপি এসেছিল, এর মধ্যে দুইটি সাদা ও একটি কালো টুপি ছিল। তবে কোনো লোগো ফুটেজে ধরা পড়েনি।’

আরেক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘কারাগারে কর্মরত কারারক্ষীরা হয়তো বুঝতেই পারেনি এটা সিগনিফিকেন্স। টুপি তো নামাজের অংশ। তাই হয়ত তারা ছেড়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘জঙ্গিদের কাছে এভাবে একাধিক টুপি আসতে পারে। লোগো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে আমাদের তদন্তে ধরা পড়েনি। এমনও হতে পারে, তারা যে টুপি কারাগার থেকে এনেছিল, আদালতে রায় শোনার পর তা তারা উল্টে পড়েছে।’

রিগ্যানের বিষয়ে তিনি বলেন, ‘আইএস টুপি বিতর্কের পর তদন্তের স্বার্থে তাকে অনেক সংস্থাই জিজ্ঞাসাবাদ করেছে। রিগ্যান কারাগারে এক ধরনের বক্তব্য দিয়েছে, গোয়েন্দা পুলিশের কাছে আরেক ধরনের বক্তব্য দিয়েছে আবার আদালতে গিয়ে ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে।’

আদালতের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘সেদিন আদালতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এরপরেও আদালতে রিগ্যান বলেছে, ভীড়ের মধ্যে কেউ একজন তাকে টুপি দিয়েছে। সেদিন পুলিশ, সাংবাদিক আর আইনজীবী ছাড়া কেউ ছিলেন না। সাংবাদিক এবং আইনজীবীর বিষয়টি আদালতে একটা ফ্রেমে আনা দরকার। এমন কোনো সিস্টেম দার করানো দরকার যাতে আইনজীবী তার পেশায় থাকতে পারে আর সাংবাদিক যাতে তার রিপোর্ট কাভার করতে পারে। পুলিশ তার নিরাপত্তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।’

বিজ্ঞাপন

আইএস টুপির বিষয়ে তদন্তের জন্য ডিএমপির পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কমিটি দু এক দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন কমিশনারের কাছে জমা দেবে।

ডিএমপি কারাগান থেকে টুপি আনার কথা বললেও কারা অধিদফতর গঠিত তদন্ত কমিটি বলছে, জঙ্গি রিগ্যানের মাথায় যে আইএস লোগো সম্বলিত টুপি দেখা গেছে, তা কারাগার থেকে যায়নি।

কারা কর্তৃপক্ষের সেই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, কারা অধিদফতর যে প্রতিবেদন দিয়েছে, সেখানে আইএস টুপি যায়নি তা উল্লেখ করলেও অন্য টুপি যে এসেছে তা কিন্তু উল্লেখ করা হয়নি।

আইএসের টুপি জঙ্গি রিগ্যান টপ নিউজ হলি আর্টিজান মামলার রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর