Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত আমাদের কথা শোনেননি: জয়নুল আবেদীন


৫ ডিসেম্বর ২০১৯ ১১:৪৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৪:১৮

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির সময় এসলাস কক্ষে আইনজীবীদের হট্টগোল সম্পর্কে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আমরা বার বার রিকোয়েস্ট করেছিলাম যে, আপনারা অন্তত টাইমটা এগিয়ে দেন। কিন্তু আদালত আমাদের কথা শোনেননি।’

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হলে সরকার ও বিএনপি পক্ষের আইনজীবীদের উচ্চবাচ্যে প্রধান বিচারপতি এজলাস ছেড়ে চলে যান।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার মামলা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

পরে জয়নুল আবেদীেন এ বিষয়ে বলেন, ‘আদালত যে আদেশ দিয়েছেন, আইনজীবীরা তাতে সন্তুষ্ট না। আমরা বার বার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা অন্তত টাইমটা এগিয়ে দেন। কিন্তু আদালত তো আমাদের কথা শোনেননি। উনি তো অ্যাটর্নি জেনারেলের কথা শুনেছেন। এটা তো দেশের বিচার ব্যবস্থার জন্য কাম্য না।’

‘এটাও বলেছি যে, আপনি যে রিপোর্ট চাচ্ছেন, বেগম জিয়ার অসুস্থতার কথা। আমরা তো সেটাও দিয়েছি। এখানে তো সব বলা আছে। তারপরেও যদি সন্দেহ হয় তাহলে পাকিস্তানের মতো করেন। আপনারা তো শক্তিশালী, হাইয়েস্ট কোর্ট অব দ্য কান্ট্রি’— বলেন জয়নুল আবেদিন।

এছাড়া খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ আছে জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় আদালত, আপনারা বিচার বিশ্লেষন করে যে আদেশ দিয়েছেন সেই আদেশ অনুযায়ী কাজ করুন। আমরা তো মানবিক কারণে জামিন চাচ্ছি। আদালত তো মানুষের জন্য। আদালতের জন্য তো মানুষ না। আপনারা তো এখানে বসেছেন মানুষের বিচার দেওয়ার জন্য। এখন এই আইনজীবীরা যা বলছেন সেটা তো আপনাকে শুনতে হবে। তারা তো বেআইনি কিছু বলছেন না।’

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হলে দুপক্ষের আইনজীবীদের উচ্চবাচ্যে এজলাস ছেড়ে চলে যান প্রধান বিচারপতি। কোর্ট উঠে চলে গেলেও আইনজীবীরা কেউ কারও জায়গা ছাড়েনি, যে যার জায়গায় বসে আছেন। বন্ধ রয়েছে বিচারিক কাজ।

আদালত জয়নুল আবেদীন

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর