পার্ল হারবার নৌঘাঁটিতে গোলাগুলি: নিহত ১, আহত ৩
৫ ডিসেম্বর ২০১৯ ১০:১৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১০:৪৪
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের নৌঘাঁটি পার্ল হারবারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক নাবিক ৩ প্রতিরক্ষা কর্মচারীকে গুলি ছোড়েন। এরপর নিজে আত্মহত্যা করেন।
বুধবার(৪ ডিসেম্বর) এই বন্দুক হামলা হয় বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
আহতদের অবস্থা কতটা গুরুতর তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলেছে, বেলা ২টা ৩০ মিনিটের দিকে তারা এই হামলা সম্পর্কে খবর পায়। জয়েন্ট বেস হারবার-হিকম্যান ছিল হামলার ঘটনাস্থল।
হামলাকারী কেন গুলি চালালেন তা এখনো অস্পষ্ট। এ নিয়ে তদন্ত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারে জাপানি হামলার ৭৮তম বছরের ৩দিন আগে এই হামলা হলো। সেসময় ২ হাজারেও বেশি মার্কিন নৌসেনার মৃত্যু হয়েছিল।
রাথ কিনওয়ে নামে এক প্রত্যক্ষদর্শী জানান, পার্ল হারবার ডে পালনের প্রস্তুতি ছিল। ৪০-৫০ জন নাবিক ছিল সেখানে। এমন ঘটনা হতাশাজনক।