Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে দুই নারী হত্যা: সদরঘাটে লঞ্চে ওঠার সময় দুইজন গ্রেফতার


৫ ডিসেম্বর ২০১৯ ০১:০৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের গৃহকর্ত্রী রহিমা বেগম ও তার গৃহকর্মী সুমি আক্তারকে হত্যাকারী দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লঞ্চে বরিশালে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে সদরঘাট এলাকা থেকে রমজান ও ইউসুফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও: মিরপুরে ২ নারী হত্যা: পুলিশের সন্দেহ পালক ছেলে, দ্বিতীয় স্বামী

ডিবি-পশ্চিম বিভাগের (পল্লবী জোন) সিনিয়র এসি শাহাদাত হোসেন সুমন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে মিরপুর ২ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে বৃদ্ধার মেয়ে রাশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ জানায়, রহিমা বেগম বিবাহিত থাকলেও মিরপুরের এই বাড়িতে তিনি একা থাকতেন। সোহেল মাঝে মাঝে থাকতো।

গত রোববার পিরোজপুরের মেয়ে সুমী রহিমার বাড়িতে কাজ নিয়েছে বলে জানা গেছে।

মিরপুর হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর