Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


৪ ডিসেম্বর ২০১৯ ২২:৫১

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মুজিববর্ষ উদযাপন নিয়ে আলোচনা করেন।

ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস লোকসভায় সফরের জন্য লোকসভা ও রাজ্যসভার যৌথ আমন্ত্রণপত্র স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে হস্তান্তর করেন। স্পিকার সুবিধানজনক সময়ে ভারতের লোকসভায় সফর করবেন বলে রিভা গাঙ্গুলিকে আশ্বস্ত করেন।

ড. শিরীন শারমিন হাইকমিশনার রিভা গাঙ্গুলিকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভারতের লোকসভার স্পিকারকে তিনি বাংলাদেশ জাতীয় সংসদ সফরের আমন্ত্রণ জানাবেন।

অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টপ নিউজ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর