Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি মেনে নেওয়ায় বুয়েটে আন্দোলন স্থগিত


৪ ডিসেম্বর ২০১৯ ২২:২৮

ঢাবি: দাবি পূরণ হওয়ায় সব ধরনের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বুয়েট শিক্ষার্থী মাহমুদুর রহমান সায়েম।

সংবাদ সম্মেলনে সায়েম বলেন, ‘গত ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা ৭ অক্টোবর থেকে বিচার এবং একইসঙ্গে একটি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রথমে আট দফা এবং পরে সংশোধিত দশ দফা দাবিতে আন্দোলন শুরু করি। এর মধ্যে ১৫ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আন্দোলন দুইদিনের জন্য শিথিল রাখা হয়। আন্দোলনের ৯ দিনের মাথায় ১৬ অক্টোবর গণশপথের মধ্য দিয়ে মাঠপর্যায়ের আন্দোলন তুলে নেওয়া হয়।’

বিজ্ঞাপন

কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের আন্দোলনকে ব্যবহার করে কোনো অপশক্তি যাতে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে এবং একইসঙ্গে বুয়েট প্রশাসন যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে জন্যই মাঠ পর্যায়ের আন্দোলন থেকে সরে আসা হয়।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়ে সায়েম বলেন, ‘তদন্তকারী সংস্থা গত ১৩ নভেম্বর আবরার হত্যা মামলার চার্জশিট দাখিল করে। মাননীয় প্রধানমন্ত্রীও এ ব্যাপারে শুরু থেকেই সচেতন ছিলেন। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’ একইসঙ্গে আইনমন্ত্রী মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার ব্যাপারে জানান।

তিনি আরও বলেন, ‘গত ২ নভেম্বর মিটিংয়ে বুয়েটকে দ্রুত সচল করার জন্য আমরা সবশেষে কেবল তিনটি দাবি জানাই। সোমবার রাতে বুয়েট প্রশাসন র‌্যাগিং এবং রাজনীতিতে জড়িত থাকলে কী শাস্তি হবে তার জন্য নীতিমালা প্রকাশ করেছে। আমাদের সকল দাবি পূরণ হয়েছে। এ জন্য আমরা সব ধরনের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি।’

বিজ্ঞাপন

গত ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। এর প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা।

টপ নিউজ বুয়েট বুয়েটের আন্দোলন

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর