Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৪ দিন পর মাদরাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার


৪ ডিসেম্বর ২০১৯ ২১:৩৮

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আলামিন হোসেন (১০) নামের এক মাদরাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলামিন হোসেন আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে আড়পাড়া গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদরাসার হেফজ শ্রেণিতে পড়ত।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জের আড়পাড়া এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আলামিন গত শনিবার ওয়াজ মাহফিল শুনতে বাসা থেকে বের হয়। এরপর আর তার খোঁজ মেলেনি।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, গত ৩০ নভেম্বর ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে বাড়ির পিছনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে করে হত্যা করা হয়েছে।

ঝিনাইদহ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর