ভারতে ৫ সহকর্মীকে হত্যার পর, প্যারামিলিটারি সদস্যের আত্মহত্যা
৪ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৬ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৯ ২১:৩১
ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রাইপুর থেকে ২২৫ কিলোমিটার দূরবর্তী নারায়ণপুর জেলায় ৫ সহকর্মীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক প্যারামিলিটারি সদস্য। বুধবার (৪ ডিসেম্বর) ইন্দো-তিব্বতীয় সীমান্ত সেনাদের ক্যাম্পে এই ঘটনা ঘটান তিনি। খবর ওয়াশিংটন পোস্ট।
ছত্তিশগড় রাজ্য প্রশাসক দীনেশ কুমার ওয়াশিংটন পোস্টের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইন্দো-তিব্বতীয় সীমান্ত সেনাদের মুখপাত্র বিবেক কুমার পান্ডে বলেছেন, ঠিক কি কারণে তিনি গুলি করে সহকর্মীদের হত্যা ও নিজে আত্মহত্যা করলেন সে বিষয়ে তদন্ত শেষ হলে বলা যাবে।
তিনি আরও বলেন, ওই সময়ে সৈন্যদের নিয়মিত কার্যক্রম চলছিল। অভিযুক্ত ওই সৈনিক অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে রাখে। তারপর গুলি চালালে সে নিজেসহ ৪ জন ঘটনাস্থলেই মারা যায়। পরে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন।
তবে, কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে বুধবারের ঘটনায় সৈন্যদের দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটেছিল।