Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা, ফেঁসে যাচ্ছেন নাজমুল হুদা


৪ ডিসেম্বর ২০১৯ ১৯:১০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৯ ১৯:১৭

ফাইল ছবি: নাজমুল হুদা

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবার নিজেই মামলার জালে ফেঁসে যাচ্ছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। দুর্নীতি দমন কমিশনে (দুদক) নাজমুল হুদা মিথ্যা ওই মামলা দেওয়ার পর এবার দুদক তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

দুদক বলছে, ব্যারিস্টার নাজমুল হুদা অসৎ উদ্দেশ্যে আদালতের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য মিথ্যা মামলাটি দায়ের করেছিলেন বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। সে কারণে বুধবার (৪ ডিসেম্বর) দুদক মামলাটি দায়ের করার অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ সেপ্টম্বর রাজধানীর শাহবাগ থানায়  সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টর নাজমুল হুদা একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি এস কে সিনহার বিরুদ্ধে ২০১৭ সালে সোয়া ৩ কোটি টাকার ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন।

মামলাটির এজাহারে বলা হয়, ওই সময় নাজমুল হুদাকে সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন, টাকা না দিলে তার (নাজমুল হুদা) বিরুদ্ধে দায়ের করা সবক’টি মামলার রায় বিরুদ্ধে যাবে। ঘটনার তারিখ ছিল ২০ জুলাই। ওই দিন দুপুরে নাজমুল হুদাকে সাবেক বিচারপতি এস কে সিনহা খাস কামরায় ডেকে ঘুষ দাবি করেন এবং হুমকি দেন।

মামলা দায়েরের পর মামলাটি শাহবাগ থানা থেকে দুদকে স্থানান্তর করা হয়। মামলাটি তদন্ত করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। দুদকের তদন্তে বেরিয়ে আসে, নাজমুল হুদার দায়ের করা মামলাটি মিথ্যা। সে কারণে মামলাটি থেকে সাবেক প্রধান বিচারপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর মিথ্যা মামলা দায়ের করায় নাজমুল হুদার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়েরের অনুমোদনও দিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

এস কে সিনহা টপ নিউজ ব্যারিস্টার নাজমুল হুদা সাবেক প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর