Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে খুন


৪ ডিসেম্বর ২০১৯ ১৮:৪৪

দিনাজপুর (হিলি): হিলিতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদি হাসান সনি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বোয়ালদাড় গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান সনি ঐ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ একথা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরির জন্য ৩ বছর আগে একই গ্রামের মিজানুর রহমানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা দেন মেহেদী হাসান সনি। এরপর চাকরি না হওয়ায় সে টাকা চান মেহেদী। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বুধবার মিজানুর গ্রামের বাড়িতে আসলে তার কাছে টাকা ফেরত চাইতে চান মেহেদী। এসময় মিজানুরের সাথে থাকা তার ভাগ্নে দেলোয়ার হোসেন মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেদীকে মৃত ঘোষণা করে।

ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পেরেছি। ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হবে।

ছুরিকাঘাতে খুন দিনাজপুর হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর