Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে চিকিৎসাসেবা


৪ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৯

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মিরকাদিম পৌরসভার মুন্সিগঞ্জ ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট এ এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, দন্তসহ সাধারণ চিকিৎসা দেওয়া হয় প্রায় ৩ হাজার ২শ জনকে। দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। এছাড়া ৪৩০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়। বিতরণ করা হয় কম্বল ও সেলাই মেশিন।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ও মো. মোফাজ্জল হোসেন । আরও ছিলেন, যমুনা ব্যাংকের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকগণ, নির্বাহী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

বিনামূল্যে চিকিৎসা যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর