স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালককে হাইকোর্টে তলব
৪ ডিসেম্বর ২০১৯ ১৬:১৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৯ ১৮:৩১
ঢাকা: আদালতের নির্দেশনা অনুযায়ী দেশের সকল জেলা সদর হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন না দেওয়ায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) মো. আমিনুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট।
আগামী ৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের এ সংক্রান্ত আগের দেওয়া প্রতিবেদন দেখে বুধবার (৪ ডিসেম্বর ) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। রিটকারী আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ।
দেশের সকল জেলা সদর হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে প্রকল্পের অগ্রগতি জানাতে গত ২৮ আগস্ট স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেয় হাইকোর্ট।
২৩ অক্টোবরের মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হলেও গত ৭ নভেম্বর স্বাস্থ্য অধিদফতর প্রতিবেদন দাখিল করে। যাতে আদালত সন্তুষ্ট হতে পারেনি।