Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবকের মৃত্যু


৪ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৭ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৮

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবক আবুল হাসেমের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল হাসেম। মৃত আবুল হাসেম নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ একথা নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার সকালে হাসেম বিএসএফ’র গুলিতে আহত হন বলে জানান কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসলাম।

স্থানীয়রা জানান, ভোর রাতে আবুল হাসেমসহ চার-পাঁচজনের একটি দল গরু আনতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৯ এর পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তালমারী সীমান্ত এলাকায় প্রবেশ করে। আসামের ধুবরী জেলার ৪১ বিএসএফ’র সয়তালমারী ক্যাম্পের বিএসএসফ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হাসেম। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, রংপুরে ময়নাতদন্ত শেষে আবুল হাসেমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুড়িগ্রাম বিএসএফ যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর