Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শওকত, বাবু, খোকনসহ বিএনপির ১৪ নেতার জামিন


৪ ডিসেম্বর ২০১৯ ১৪:২১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৯ ১৫:৫২

ঢাকা: সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় ১৪ নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন, দলটির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ১৪ জন।

হাইকোর্টে আগাম জামিন পেলেন নোমানসহ বিএনপির ৪ নেতা

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সালমা সুলতানা, মাসুদ রানা, ফাইয়াজ জিবরান, গোলাম আক্তার জাকির ও মাকসুদুল ইসলাম।

এর আগে গত ২৮ নভেম্বর এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতার জামিন মঞ্জুর হয়।

গত ২৬ নভেম্বর দুপুরে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালানোর সময় রাস্তায় বেশকিছু গাড়ি ভাঙচুর করেন।

ঘটনার দিনগত রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

১৪ নেতা জামিন টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর