Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা


৪ ডিসেম্বর ২০১৯ ১২:১৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৭

রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম সোভা চাকমা।

বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ১ নম্বর সাবেক্ষ্যং ইউনিয়নের এগারুইল্লা ছড়ায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা একে নজিবুল ইসলাম বলেন, ‘ভোররাতে উপজেলার এগোরুইল্লা ছড়ায় ইউপিডিএফ মূল দলের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল দুর্গম এলাকা, নেটওয়ার্কের বাইরে। লাশ উদ্ধারের জন্য পুলিশ রওনা দিয়েছে।’

এ বিষয়ে ইউপিডিএফ মুখপাত্র ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা জানান, বিষয়টি সম্পর্কে তারা এখনো নিশ্চিত নন। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।

ইউপিডিএফ ইউপিডিএফ কর্মীকে হত্যা রাঙ্গামাটি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর