Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা


৪ ডিসেম্বর ২০১৯ ০১:৩৯

নারায়ণগঞ্জ: অবৈধভাবে ইটভাটা নির্মাণের অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় চারজনকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে শাহাবুদ্দিন ব্রিকস ১, মিসেস সাউথ আরমান ব্রিকস, এম এস বি ব্রিকস ও পপুলার ব্রিকস-এর কাঁচা ইট ধ্বংস করে দেন।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জের উপপরিচালক সাঈদ আনোয়ার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আক্তার।

সাঈদ আনোয়ার সারাবাংলাকে বলেন, ছাড়পত্র না নিয়ে ইটভাটা নির্মাণ এবং পরিবেশ দূষণ করায় ভ্রাম্যমাণ আদালত এই শাস্তি দিয়েছেন।

অবৈধ ইটভাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর