Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদের মাটিতে চন্দ্রযানের ল্যান্ডার খুঁজে পাওয়া গেছে


৩ ডিসেম্বর ২০১৯ ২২:০৪

তীরে এসে তরী ডুবেছিল ভারতের প্রতীক্ষিত মহাকাশযাত্রা চন্দ্রযান ২ এর। চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারায় এটি। ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভূপৃষ্ঠে আছড়ে পড়ে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। অনেকদিন খুঁজেও ল্যান্ডারের খোঁজ পাওয়া যায়নি। খবর সিএনএনের।

তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছবির সাহায্যে চাঁদের দক্ষিণ মেরু থেকে ল্যান্ডারটির ধ্বংসাবশেষ খুঁজে বের করেছেন ভারতীয় নাগরিক সন্মুগ সুব্রহ্মণ্যন। বিক্রম যেখানে ভেঙে পড়েছিল তার ঠিক ৭৫০ মিটার উত্তর-পশ্চিমে এটির ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়।

বিজ্ঞাপন

সন্মুগ চেন্নাইয়ে এক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করেন মেক্যানিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে। গত ২৬ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমের ভেঙে পড়ার জায়গাটির ছবি প্রকাশ করেছিল নাসা। সে ছবি থেকেই সন্মুগ সুব্রহ্মণ্যন ল্যান্ডারটি খুঁজে পান।

নাসার প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল রঙে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে। সবুজ রঙ দিয়ে দেখানো হয়েছে বিক্রমের ভেঙে পড়া টুকরোর ধাক্কায় সরে যাওয়া চাঁদের মাটিকে।

চন্দ্রযান ২ ভারত ল্যান্ডার বিক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর