Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল


৩ ডিসেম্বর ২০১৯ ২০:৫৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৯ ১১:৪৩

ঢাকা: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর)’ পদে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করা হয়েছে। ৬ ডিসেম্বর সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর বিকেল ৩টায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জী এম আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই এমসিকিউ পরীক্ষাটি আগামী ৬ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একইসঙ্গে পরীক্ষার সময়েও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর) পরীক্ষার কেন্দ্র তালিকা ও সিট প্ল্যান পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্টদের যথাসময়ে অবহিত করা হবে।

জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর