Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজ ব্যবসায়ীর কুশপুতুলে ঝাড়ু-জুতা-থুথু


৩ ডিসেম্বর ২০১৯ ২০:২৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ২০:৪২

চট্টগ্রাম ব্যুরো: পেঁয়াজের দাম বাড়ানোর প্রতিবাদে একটি প্রতীকী কর্মসূচি। ব্যবসায়ীর কুশপুতুল বানিয়ে সেটিতে থুথু, ঝাড়ু ও ছেঁড়া জুতা নিক্ষেপের মাধ্যমে ঘৃণা প্রদর্শন ছিল এই কর্মসূচির মূল প্রতিপাদ্য। প্রতীকী এই কর্মসূচির মঞ্চ থেকে উপস্থিত লোকজনকে খাওয়ানো হয় পেঁয়াজ ছাড়া রান্না করা মাছ-মাংসের তরকারি, লাল শাক ও পালং শাক, মিক্সড সবজি ও নুডলস।

ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের পাশে এ জি চার্চ স্কুলচত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচি পথচারীসহ সবার নজর কাড়ে। একপর্যায়ে সেখানে কয়েকশ লোক জমে যায়।

বিজ্ঞাপন

নাগরিক উদ্যোগ নামে একটি সংগঠনের ব্যানারে ‘পেঁয়াজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দাও’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে খোরশেদ আলম সুজন সমবেতদের উদ্দেশে বলেন, ‘পেঁয়াজের অব্যাহত মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণ উদ্বিগ্ন। আমরা মনে করি, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা স্বার্থান্বেষী মহল, যারা প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই পরিকল্পিতভাবে পেঁয়াজের দাম বাড়াচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা পেঁয়াজ কারবারির সাথে জড়িত বেশ কয়েকজন ব্যবসায়ীকে চিহ্নিত করেছে। তাদের ধরা হচ্ছে না কেন? চাল-ডাল পেঁয়াজ সবকিছুর দাম বাড়ছে। এটা কি মগের মুল্লুক? সরকারের মন্ত্রী-এমপিরা কী করছে?’

সুজন বলেন, ‘এখনই যদি দ্রব্যমূল্য সন্ত্রাসীদের দমন করা না যায়, তাহলে আগামী রমজান মাসে এর ব্যাপক প্রভাব পড়বে। জনগণকে অনুরোধ করব, ২০০ টাকা দিয়ে পেঁয়াজ না কিনে পরিবারের শিশুদের জন্য দুধ কিনুন। আর যেসব ব্যবসায়ী মানুষের মুখে খাবার কেড়ে নিতে দাম বাড়চ্ছে, তাদের প্রতি ঘৃণা জানাতে থুথু নিক্ষেপ করুন। তারা সমাজের শত্রু, তারা দেশ ও জাতির শত্রু।’

বিজ্ঞাপন

বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশ্বে যখন বাংলাদেশে সুনাম বাড়ছে, ঠিক তখনই পেঁয়াজের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সম্মানহানি করতেই এই পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘আমরা মহিলা সমাজ রান্নাঘর থেকেই পেঁয়াজ প্রত্যাখান করছি। আত্মীয়-স্বজনদের বলব, পেঁয়াজ ছাড়া পাঁচফোড়ন দিয়ে রান্না করুন। নিরামিষ খাবার খাব। যেকোনো মূল্যে পেঁয়াজ ব্যবসায়ীদের চক্রান্ত বাস্তবায়ন হতে দেবো না। তাদের বলছি, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।’

নাগরিক উদ্যোগের উপদেষ্টা হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে এবং সমন্বয়কারী মোরশেদ আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজ খাঁন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আফরোজা কালাম, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, নারীনেত্রী শারমিন সুলতানা ফারুক ও সাবেক ছাত্রনেতা মিথুন বড়ুয়া।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর নীলু নাগ, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মো. হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক শওকত হোসাইন ও ফরহান আহমেদ, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক ছাত্রনেতা এ এস এম জাহিদ হোসেন ও স্বরূপ দত্ত রাজু, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।

কুশপুতুল দাহ ঝাড়ু প্রদর্শন টপ নিউজ থুথু নিক্ষেপ পেঁয়াজ পেঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর