Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু


৩ ডিসেম্বর ২০১৯ ১৯:১৬

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় তানভীর আহমেদ বাধন (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাধনের চাচা হামিদুর রহমান জানান, বাধন নবাবগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের বাসা নবাবগঞ্জ আগলা এলাকায়। বাবার নাম ওহিদুর রহমান।

তিনি জানান, কলেজে টেস্ট পরীক্ষা চলছে। পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলো বাধন। এসময় একটি আটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয় বাধন। আহত অবস্থায় তার সহপাঠীরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

কলেজছাত্রের মৃত্যু নবাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর