মধুর ক্যান্টিনে প্রতিবন্ধীদের জন্য ছাত্রলীগের র্যাম্প নির্মাণ
৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৪১ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৮
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘অধিগম্য আগামীর পথে’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢালুপথ-র্যাম্প নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে র্যাম্প নির্মাণ কর্মসূচির উদ্বোধন হলো।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে ছাত্রলীগ র্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করে । ছাত্রলীগ জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নির্বিঘ্ন ও স্বতঃস্ফূর্ত চলাচল নিশ্চিতের লক্ষ্যে তারা এই কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য। এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।