Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডে বিদেশি সাহায্য নিষিদ্ধ লক্ষ্য প্রভাবমুক্ত নির্বাচন


৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৫

২০২০ সালের জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সকল ধরনের বিদেশি সাহায্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিউজিল্যান্ডের আইনমন্ত্রী অ্যান্ড্রু লিটলের বরাতে এ খবর জানিয়েছে আরটি নিউজ।

অ্যান্ড্রু লিটল আরও জানিয়েছেন, ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সকল ধরনের বিদেশি সাহায্য নিষিদ্ধ করার মাধ্যমে নিউজিল্যান্ডে তাদের গণতন্ত্রের ওপর বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিউজিল্যান্ডের নির্বাচনের স্বচ্ছতা ধরে রাখার ব্যাপারে আমাদের ভূমিকা রাখতে হবে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমাদের নির্বাচনে বিদেশিদের অর্থনৈতিক দৌরাত্ম কমে আসবে।

তবে, অ্যান্ড্রু লিটল এখনও স্পষ্ট করে জানাননি কোন দেশের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এএফপি জানিয়েছে, নিউজিল্যান্ডের বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখছেন চীনকে।

গণতন্ত্র চীন নিউজিল্যান্ড নির্বাচন নিষিদ্ধ বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম সাহায্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর