Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু আর নেই


৩ ডিসেম্বর ২০১৯ ১৬:৪০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ১৯:৩২

ঢাকা: ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তার মেয়ে তাহমিদা বাচ্চু সারাবাংলাকে এ কথা নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী রওশন আরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে  অগ্রগণ্য ভূমিকা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংগঠিত করা ও একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গকারী প্রথম ছাত্রীদলের অন্যতম সদস্য ছিলেন ভাষাসংগ্রামী এই নারী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওশন আরা বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

ভাষা আন্দোলন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু