Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়েটের চতুর্থ সমাবর্তন বৃহস্পতিবার, আসছেন রাষ্ট্রপতি


৩ ডিসেম্বর ২০১৯ ১৬:১৯ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ১৭:২৯

চট্টগ্রাম ব্যুরো: চতুর্থ সমাবর্তনের আয়োজন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পরদিন শুক্রবার বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানেরও আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমাবর্তন ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের বিস্তারিত জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমাবর্তনের প্রচার ও মিডিয়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. আসিফুল হক।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তন অনুষ্ঠানে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত চুয়েট থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করা সকল শিক্ষার্থী অংশ নেবেন। এতে মোট ২ হাজার ২৩১ জনকে ডিগ্রি দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ১৪৮জন স্নাতক, মাস্টার্স বা স্নাতকোত্তর ৭৯ জন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ২ জন ও পিএইচডি ২ জন।

এছাড়া সর্বোচ্চ সিজিপিএধারী ৪ শিক্ষার্থীকে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ দেওয়া হবে। স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকবাল আহমেদ, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের একই বিভাগের রুবায়া আফসার, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের একই বিভাগের সঞ্চয় বড়ুয়া এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাশেদুর রহমান।

সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবর্তনে দেশী-বিদেশী অতিথি এবং সংসদ সদস্যসহ প্রায় ৩ হাজার অতিথি উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

পরদিন শুক্রবার চুয়েটের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন ও রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। সভাপতিত্ব করবেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে প্রায় ১০ হাজার লোকের মিলনমেলা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আনন্দ শোভাযাত্রা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ, আতসবাজি, কণ্ঠশিল্পী জেমসের নগর বাউলের কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাক্তন ছাত্র সমন্বয় ও র‌্যালি উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম, প্রচার ও মিডিয়া উপ-কমিটির সদস্য এটিএম শাহজাহান, চুয়েটের ভিসি অফিসের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) টপ নিউজ সমাবর্তন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর