Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধাদের ভাতা করুণা নয়, তাদের অধিকার: হাইকোর্ট


৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ১৬:৪০

ঢাকা: মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ভাতা তাদের অধিকার, এটা তাদের জন্য করুণা নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেন, মুক্তিযোদ্ধাদের অস্বচ্ছল থাকাটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক রিটের রায় ঘোষণাকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানান, রায় ঘোষণাকালে আদালত বলেন, যথাসম্ভব সশরীরে হাজির হয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করতে হবে। যদি কোনো মুক্তিযোদ্ধাকে গেজেট থেকে বাদ দিতে হয় তাহলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নোটিশ দিয়ে তাদের বক্তব্য শুনতে বলেছেন আদালত। একইসঙ্গে আদালত ৯০ দিনের মধ্যে রিটকারী ২০৮ মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করারও নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

২০১৪ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করতে একটি তালিকা পাঠানো হয়। ওই তালিকা যাচাই-বাছাই শেষে ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলার ২০৮ মুক্তিযোদ্ধার ভাতা বাতিল করা হয়। এরপর সে আদেশের বিরুদ্ধে একই বছর মুক্তিযোদ্ধারা হাইকোর্টে এক রিট দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার রায় দেন আদালত। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক এনাম টিপু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

মুক্তিযোদ্ধা ভাতা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর