Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বছর সিভিএফ সভাপতির দায়িত্ব গ্রহণে সম্মত প্রধানমন্ত্রী


৩ ডিসেম্বর ২০১৯ ০৫:৩০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছর ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতির দ্বায়িত্ব গ্রহণে সম্মত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (২ ডিসেম্বর) স্পেনের মাদ্রিদে সাংবাদিকদের জানান, ‘কপ২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনির এ সংক্রান্ত একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।’

বিজ্ঞাপন

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী জানান প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবাই যদি চায় আমি সভাপতির দায়িত্ব গ্রহণে প্রস্তুত রয়েছি।’

উল্লেখ্য, ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময় মালদ্বীপ সরকার সিভিএফ গঠন করে।

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনি বর্তমানে সিভিএফ-এর সভাপতি। এই ফোরামের কাজ হচ্ছে বৈশ্বিক উষ্ণতার নেতিবাচক প্রভাব চিহ্নিত করা। কেন না এই উষ্ণতার ফলে আর্থ-সামাজিক ও পরিবেশের ক্ষতি হয়। সূত্র: বাসস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর