Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার


২ ডিসেম্বর ২০১৯ ২১:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ। ওই কিশোরী গ্রেফতার বৃদ্ধের সম্পর্কে নাতনি হন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি থেকে বৃদ্ধ ঝন্টু মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি সন্দ্বীপ উপজেলা সদরে বলে জানিয়েছেন আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার।

বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক বিকাশ সারাবাংলাকে জানান, ঘটনার শিকার কিশোরী নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা-মা পোশাক কারখানায় চাকরি করেন। এজন্য দিনের অধিকাংশ সময় বাসায় একা থাকেন ওই কিশোরী। ঝন্টু মজুমদার তার খালার শ্বশুর। আবার ঝন্টুর এক মেয়ের শ্বশুর বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায়।

বিকাশ সরকার বলেন, ‘ঝন্টু মজুমদার প্রায়ই ভাটিয়ারিতে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। আত্মীয়তার সূত্রে তিনি কিশোরীর বাসায়ও মাঝে মাঝে আসেন। গত শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বেড়াতে আসার পর বাসায় একা পেয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ঝন্টু। রাতে বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। আত্মীয়স্বজনের মধ্যে ঘটনা হওয়ায় প্রথমে তারা সেটি প্রকাশ করেননি। কিশোরীর অভিযোগের সত্যতা নিজেরাই যাচাই করেন। সত্যতা পাওয়ার পর আজ (সোমবার) বিকেলে কিশোরীর বাবা থানায় এসে অভিযোগ করেন। আমরা ভাটিয়ারিতে অভিযান চালিয়ে মেয়ের বাড়ি থেকে ঝন্টুকে গ্রেফতার করেছি।’

কিশোরীর বাবা বাদি হয়ে আকবর শাহ থানায় মামলা দায়ের করেছেন। কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক বিকাশ।

বিজ্ঞাপন

কিশোরী ধর্ষণ গ্রেফতার বৃদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর