Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপি’র ৮ থানার ওসি রদবদল


২ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১৮:০৬

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। এতে করে কর্মস্থল পরিবর্তিত হয়েছে ১৮ জন পুলিশ পরিদর্শকের (নিরস্ত্র)।

সোমবার (২ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান ওসিদের কর্মস্থল রদবদলের এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান বলেন, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাউন্টার টেরোরিজম বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হুমায়ুন কবিরকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আযম মিয়াকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স ম কাইয়ুমকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলীকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদারকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

এছাড়াও একই আদেশে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা-পশ্চিম বিভাগ, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গনেশ গোপাল বিশ্বাসকে প্রসিকিউশন বিভাগ, দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম উদ্দিনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগ, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগ, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগ, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবুকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগ, লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক সামছুল আলমকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপরাধ বিভাগ ও লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

টপ নিউজ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর