Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য রিমান্ডে


২ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৩

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে রিমান্ড পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন আবু বক্কর সিদ্দিক এমরান (১৯), মো. মাসুম মিয়া মাসুম (৩০), মো. রাকিবুল হাসান সিয়াম (১৮) ও মো. আব্দুল্লাহ আল রোমান রোমান খান (২২)।

এ সময় মামলাটি তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই রিপন কুমার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ১০দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, গত রোববার (১ ডিসেম্বর) খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় থেকে ওই চার ব্যক্তিকে আটক করে র‌্যাব।

র‍্যাব বলছে, আটক হওয়া চারজন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে বেশকিছু লিফলেট ও উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

আনসারুল্লাহ আনসারুল্লাহ বাংলা টিম এবিটি

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর