Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোন কর্তৃত্ববলে রাবির ভিসি পদে সোবহান: হাইকোর্ট


২ ডিসেম্বর ২০১৯ ১৬:২৬

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান কোন কর্তৃত্ববলে ভিসি পদে বহাল আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছেন করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে রাবির ভিসি, রাষ্ট্রপতি সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিবসহ মোট ৮ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

গত ১৫ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের অপসারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে অসত্য তথ্য দিয়ে পুনরায় ভিসি পদে নিয়োগ ও স্বপদে থাকার অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক এক শিক্ষার্থী সালমান ফিরোজ ফয়সালের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম এ নোটিশ পাঠিয়েছিলেন।

ওই নোটিশের কোনো জবাব না পাওয়ায় রাবি ভিসির পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৪ জুলাই রাবির সাবেক শিক্ষার্থী সালমান ফিরোজ ফয়সাল রিট দায়ের করেন।

উপাচার্য টপ নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর