গুলশানের ক্লাবের নতুন সভাপতি সাইফুর রহমান
২ ডিসেম্বর ২০১৯ ১৪:৪১ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৫
ঢাকা: গুলশান ক্লাবের ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন সাইফুর রহমান। সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্যাপ্টেন সাইফুর রহমান নেট ওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি মাস্টার মেরিনার। গত শনিবার (৩০ নভেম্বর) ক্লাবটির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন।
ক্লাবের পরিচালনা পরিষদে নির্বাচিত আরও ১০ সদস্য হলেন- আহমেদ কবির, ওয়াসিম নবী, মির্জা খোরশেদ আলম দুলাল, ইঞ্জিনিয়ার এম কে এম কামাল উদ্দিন, মুসাউর রহমান খান, রফিকুল আলম হেলাল, সৈয়দ রায়হান হাসান আলি, তাহমিনা রেহমান, তারেক রহমান ও জাকী ইব্রাহিম।