Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে বান্দরবানে শান্তি চুক্তির ২২তম বর্ষপূতি উদযাপন


২ ডিসেম্বর ২০১৯ ১৪:২৭

‌বান্দরবান: বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনীর উদ্যো‌গে শান্তি চুক্তির ২২তম বর্ষপূতি উদযাপন করো হয়েছে।

শান্তি চুক্তির ২২তম বর্ষপূতি উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রাজার মাঠে এসে সমবেত হয়। শোভাযাত্রায় পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোক ও বাঙালিরা মিলে ব‌র্ণিল ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেয়।

বিজ্ঞাপন

পরে শা‌ন্তি চুক্তির ২২তম বর্ষপূতি উপলক্ষে রাজার মাঠে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এসময় অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়নের বিগ্রেডিয়ার জেনারল খন্দকার মো. শাহিদুল এমরান, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হো‌সেন মজুমদার, জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রোসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শে‌ষে শুরু হয় সেনাবাহিনীর উদ্যো‌গে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। চিকিৎসা শিবিরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ বিতরণ করেন। এসময় মেডিসিন, ডেন্টাল, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরণের চিকিৎসা সেবা দেওয়া হয় ।

এছাড়া অনুষ্ঠানে গরীব ও অসহায়দের মাঝে এক হাজার পিস কম্বল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বই-খাতা, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে বান্দরবান সেনা রিজিয়ন।

বিজ্ঞাপন

বান্দরবান শান্তি চুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর