Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়েটের সাবেক উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের প্রয়াণ


১ ডিসেম্বর ২০১৯ ২৩:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রেই তার শেষকৃত্য হবে বলে পরিবারের সদস্যরা চুয়েট কর্তৃপক্ষকে জানিয়েছেন।

শ্যামল কান্তি বিশ্বাস কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া এলাকায় প্রয়াত যতীন্দ্র মোহন বিশ্বাস ও খুকী বিশ্বাসের বড় ছেলে। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন।

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সাবেক উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তার স্মরণে সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক সভার আয়োজন করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুয়েট ড. শ্যামল কান্তি বিশ্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর