Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু


১ ডিসেম্বর ২০১৯ ২২:০৪

ঢাকা: রাজধানীর তেজগাঁ নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় হাসান আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশু হাসান আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সে মারা যায়।

শিশুটির চাচা মো. শাহজাহান আলী জানান, দুপুরে বাসার পাশের রেললাইন পাড় হয়ে অন্য বাচ্চাদের সাথে খেলছিল হাসান। তখন কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন আসতে দেখে সে। দ্রুত রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, রেললাইনে খেলার সময় ট্রেনের ধাক্কায় আহত হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

হাসান কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পিপুলিয়া গ্রামের রিপন মিয়ার ছেলে। সে পশ্চিম নাখালপাড়া এলাকায় থাকত। পরিবারে তিন ভাইয়ের মধ্যে সে সবচেয়ে ছোট।

ট্রেন দুর্ঘটনা নাখালপাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর