Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশ থেকে আছড়ে পড়লো তেলের ট্যাঙ্কার!


১ ডিসেম্বর ২০১৯ ২১:৪২

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আকাশ থেকে আছড়ে পড়েছে এক তেলের ট্যাঙ্কার। রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গয়েশপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গফরগাঁও পাগলা থানার পরিদর্শক (তদন্ত) ফায়জুর রহমান জানান, গয়েশপুরের বটতলায় একটি মসজিদের পাশে তেলের ট্যাঙ্কার খুলে পড়েছে— এমন খবর পেয়েছিলাম আমরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, কোনো প্রশিক্ষণ বিমান থেকে তেলের ট্যাঙ্কারটি খুলে পড়েছে। বিষয়টি বিমান বাহিনীকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম সারাবাংলাকে বলেন, ময়মনসিংহে দু‘টি ওয়েল ট্যাঙ্কার খুলে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তেলের ট্যাঙ্কার