Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় ইউপি সদস্য নিহত


১ ডিসেম্বর ২০১৯ ১৭:১৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় ১৯ নম্বর শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কাদের কায়সার (৪০) মারা গেছেন।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পটিয়া বাইপাসের কচুয়াই পয়েন্টে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) বশিরুল ইসলাম সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল কাদের কায়সার শোভনদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের এক বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। কায়সার মোটরসাইকেল চালিয়ে একই দিকে যাচ্ছিলেন। বাসটি পেছন থেকে ধাক্কা দিলে তিনি অন্তত ২০ গজ দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বশিরুল আরও বলেন, পুলিশ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে। বাসটিও জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই চালক ও সহকারী পালিয়ে গেছেন।

১৯ নম্বর শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য পটিয়া উপজেলা বাসের ধাক্কায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর